Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা সমবায় অফিসারের কার্যালয়
বিস্তারিত

আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান এর বাস ভবনে অস্থায়ী ভাবে উপজেলা সমবায় অফিসারের কার্যালয় অবস্থিত।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

১. সমবায় সমিতি নিবন্ধন

২. সমবায় বিষয়ক প্রশিক্ষন

৩. পরিচর্যা

৪. অডিট সম্পাদন

সিটিজেন চার্টার

নিবন্ধন ও উপ-আইন সংশোধনঃ

। সমবায় সমিতির  নিবন্ধন সংক্রান্ত আবেদন পত্র প্রাপ্ত হওয়ার পর তা সংশ্লিষ্ট নথি উপস্থাপনকারী কর্তৃক যাচাই বাছাইয়ের পর উপজেলা সমবায় অফিসার কতৃৃর্ক প্রয়োজনীয় মন্তব্যসহ নিবন্ধনের জন্য জেলা সমবায় অফিসার বরাবর প্রেরণ করা হয় ।

২। বি আর ডি বি ভুক্ত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা হয় ।

৩। বিআডিবি ভুক্ত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের সময় সমবায় সমিতি পরিচালনার সুনির্দিষ্ট বিধানাবলী সম্বলিত উপ-আইন নিবন্ধন করা হয় এবং পরবর্তীতে প্রয়োজন বোধে উপ-আইনের  সংশোধনী  নিবন্ধন করা হয় ।

৪। এ ছাড়া সমবায় সমিতি নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে সকল তথ্য অবহিত করা হয় ।

 

ব্যবস্থাপনা অডিট ও পরিদর্শন

১। সমিতির ব্যবস্থাপনা গণতান্ত্রিকভাবে  নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি কর্তৃক পরিচালিত হয় ।

২। কোন সমবায় সমিতি নির্বাচন করায় ব্যর্থ হলে, প্রযোজ্য ক্ষেত্রে আইনের আওতায় অন্তবর্তী কমিটি নিয়োগ করা হয় ।

৩। উপজেলা সমবায় কর্মকর্তা কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মচারী বা ব্যক্তি দ্বারা প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের উপর বার্ষিক নিরীক্ষা সম্পাদন করা হয় । একই সংগে জেলা সমবায় কর্মকর্তা কর্তৃক বরাদ্দের প্রেক্ষিতে উপজেলা সমবায অফিসার দ্বারা প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের উপর বাৎসরিক নিরীক্ষা সম্পাদন করা হয় ।

৪। সমিতির সংগঠিত যে কোন অনিয়ম উপজেলা সমবায় অফিসার, উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে নিষ্পত্তি করেন ।

 

প্রশিক্ষণ

১। কুমিল্লা শহরের উপকন্ঠে কোটবাড়ীতে অবস্থিত দেশের শীর্ষ  সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায় একাডেমি সহ সারাদেশে আরও ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ  ইনষ্টিটিউটে প্রশিক্ষণের জন্য    উপজেলা সমবায়কার্যালয় হতে সমবায সমিতির সদস্যদের মনোনয়ন প্রদান করা হয় ।

২।ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের মাধ্যমে উপজেলার সমিতি গুলোতে ভ্রাম্যমান প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে।

৩। বর্তমান তথ্য প্রযুওির প্রসার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমবায় দেও কম্পিউটার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সমবায় অধিদপ্তরে ঢাকাস্থ সদর কার্যালয় ও সমবায় একাডেমীতে অবস্থিত ২টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এর মাধ্যমে প্রশিক্ষিণ প্রদান করা হয়।

 

সামাজিক কর্মকান্ড

১.       সমবায়ীদের বৃক্ষরোপন উদ্ধুদ্ধকরণ।

২.       যৌতুক বিরোধি প্রচার ও সতেচনা সৃষ্টি সমবায় সমিতির মাধ্যমে স্বাস্থ সম্মত পায়খানা ব্যবহার উদ্ধুদ্ধকরণ।উল্লেখ্য ইতিমধ্যে মারুয়াদী বহুখী সমবায় সমিতি কর্তৃক সমগ্র মারুয়াদী স্বাস্থ সম্মত পায়খানা ব্যবহারের আওতায় নিয়ে আসা হয়েছে।

৩.       নিরক্ষরতা দূরীকরনে উৎসাহ প্রদান।

৪.       বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করন।

৫.       শিশু বন্ধে জনমত সৃষ্টি।

৬.       পরিকল্পিত পরিবার গঠন।

৭.       সামাজিক ও ধর্মীয় মূল্যেবোধ সৃষ্টির মাধ্যমে দূর্নীতি প্রতিরোধ।

যোগাযোগ

নতুন ভবনের কাজ চলমান থাকায় বর্তমানে অস্থায়ী ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভনে উপজেলা সমবায় কর্মকর্তার কর্যালয় অবস্থিত।

উপজেলা সমবায় কর্মকর্তার অফিসে যোগাযোগ:

নাজমা আক্তার

উপজেলা সমবায় কর্মকর্তা

আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

মোবাইল : ০১৭১৬-২৫৫৪০১

ফোন : ০২-৭৬৫৪১০৮

ই-মেইল : najma_2014@yahoo.com